ত্রিপুরারী দেবনাথ তিপু , হবিগঞ্জ প্রতিনিধি ।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় উপজেলার গুইবিল বিওপির দায়িত্ব পূর্ণ সীমান্ত এলাকায়৷ বিজিবি ক্যাম্পের সামনে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) সার্বিক ব্যবস্থাপনায়, অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি কর্তৃক স্থানীয় অসহায়, গরীব ও হতদরিদ্র ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, গরীব ও হতদরিদ্র জনসাধারণ আগ্রহের সাথে এসব শীতবস্ত্র (কম্বল) সংগ্রহ করে। শীত আসার পর থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি কেউ। তাই ৫৫ বিজিবি কর্তৃক স্থানীয় অসহায়, গরীব ও হতদরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় জনসাধারণ বিজিবি’র এমন কার্যক্রমকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো: ইয়ার হোসেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন পলাশসহ জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন ও বাংলা টাইমস পত্রিকার প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তিপু সহ সাংবাদিক বৃন্দ।
সহকারী পরিচালক মো: ইয়ার হোসেন ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বলেন,শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা খুবই খুশি হয়েছে, তাদের খুশিতে আমরা ভালো লাগছে।