হবিগঞ্জ প্রতিনিধি:
দৈনিক ইত্তেফাক পত্রিকার হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রতিনিধি ও মাধবপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য শংকর পাল সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাধবপুর উপজেলা ও হবিগঞ্জ জেলার সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে ‘ডেভিল হান্ট অপারেশন ফেজ–টু’-এর অংশ হিসেবে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেন এর নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শংকর পাল সুমন দৈনিক ইত্তেফাকের মাধবপুর উপজেলা প্রতিনিধি ছাড়াও নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সহ-সভাপতি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
স্থানীয় ও সাংবাদিকদের সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে চলতি বছরের জুলাই মাসে দায়ের হওয়া কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। ফলে ‘ডেভিল হান্ট অপারেশন ফেজ–টু’-এর আওতায় তাকে গ্রেপ্তারের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মোরশেদ খান এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন প্রবীণ সাংবাদিকের ক্ষেত্রে আইন ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।