হবিগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের আশঙ্কা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

হবিগঞ্জ-১(নবীগঞ্জ–বাহুবল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলীর মনোনয়ন প্রত্যাহারের আশঙ্কায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নেয়। এতে সিলেট ও ঢাকামুখী উভয় দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি মহল ষড়যন্ত্র ও চাপ প্রয়োগের মাধ্যমে জামায়াত প্রার্থী মোঃ শাহজাহান আলীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার চেষ্টা করছে। তারা অবিলম্বে এ ধরনের অপচেষ্টা বন্ধের আহ্বান জানান এবং প্রার্থীর মনোনয়ন বহাল রাখার জোর দাবি তোলেন।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়নি।
এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।