হাজারীবাগের কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান সেনাবাহিনীর ব্লগ রেড 

সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

আরমান বাদল  ।।

আজ রাতে অনুমানিক ৩ টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকা জুড়ে কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো হাজারীবাগের মাদক ব্যবসায়ীর প্রধান স্বপন ওরফে বরিশাইলা স্বপন ও হাজারীবাগের ইয়াবা মাদক সম্রাজ্ঞী প্রধান আফসানার মেয়েকে গ্রেপ্তার করেছেন ও তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এবং স্বপন ও রমজানের ঘড় থেকে বিপুল পরিমাণ মাদক ও নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করেছে সেনাবাহিনী এবং হাজারীবাগের মাদক ব্যবসায়ী প্রধান স্বপনকে গ্রেপ্তারের পর সে নিজেকে হাজারীবাগের ২২ নং ওয়ার্ড বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানা গেছে এবং হাজারীবাগ এলাকার স্থায়ী কিছু বাসিন্দা সাথে কথা বলে আলাপ-আলোচনার মাধ্যমে নাম না প্রকাশ শর্তে তারা বলে গোটা হাজারীবাগ এলাকায় স্বপন ও আফসানাকে মাদক দিয়ে ও মাদক ব্যবসায় সার্বিকভাবে সহযোগিতা ও সেল্টার দিয়ে থাকেন আমির ওরফে দাড়ি ওয়ালা আমির (সোর্স আমির) এই আমির নিজেকে পুলিশ ডিবি র‍্যাব ও সেনাবাহিনীর সোর্স পরিচয় দিয়ে থাকেন এবং কিছু দিন আগে পুলিশ ডিবি ও র‍্যাব নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগে হাজারীবাগ থানার পুলিশে হাতে আমির গ্রেফতার হয়েছিলেন, জেল খেটে এসেছে জামিনে ছাড়া পেয়ে আবার নতুন করে তার অপকর্ম ও বিভিন্ন এলাকায় চাঁদাবাজির শুরু করেছেন, এই সোর্স আমিরের বিরুদ্ধে হাজারীবাগ থানা মাদকের মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং আমির দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির মামলায় সাজাপ্রাপ্ত হন বলে জানা যায়।