আরমান বাদল ।।
ঢাকার শহর রক্ষা বেড়ীবাঁধের গাবতলি হতে সোয়ারী ঘাট পর্যন্ত এলাকায় প্রায় প্রতিদিন মধ্যে রাত হতে ভোর পর্যন্ত বিভিন্ন ফল,সবজি,মাছের আড়তে যাতায়াতকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিনতাইয়ের শিকার হচ্ছিলেন।এমন অভিযোগের প্রেক্ষিতে আজিমপুর সেনাক্যাম্পের ৪ বীর এর টহল টিম রোববার সন্ধ্যা হতে মধ্যে রাত পর্যন্ত পুরান ঢাকার হাজারীবাগের ভাগলপুর লেন,কোম্পানি ঘাট,কালুনগর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামীসহ কিশোর গ্যাং এর সাতজন কে আটক করেছে।গত বছর ১৫ নভেম্বর হাজারীবাগ থানার এনায়েতগঞ্জে মিলাদ মাহফিল থেকে বাসায় ফেরার পথে হাজারীবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া কে একই দলের সদস্যরা তার উপর হামলা ও ছুরিকাহত করে।পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২০ নভেম্বর জিয়ার মৃত্যু বরন করেন।রোববার রাতের অভিযানে সেনাসদস্যরা ভাগলপুর এলাকা থেকে চারজন কে আটক করে।৪ বীর আর্মি ক্যাম্প-১,আজিমপুরের টহল দলের এই অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট তানভীর। ৪ বীর এর নেতৃত্বে টহল দল কর্তৃক স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ও তথ্যের ভিত্তিতে এবং এফ এস এর নজরদারীতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং সদরঘাট-গাবতলী-হাজারীবাগ-নবাবগন্জ বেড়ীবাঁধ এলাকায় প্রতিনিয়ত দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এদের কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিলো। এদের প্রত্যেকেই বিভিন্ন হত্যা মামলা, চাঁদাবাজি, ছিনতাইকারী মামলার আসামি। জিজ্ঞাসাবাদ তারা কিশোর গ্যাং সদস্য এবং ছিনতাইকারী নিশ্চিত হয়ে তাদেরকে উদ্ধারকৃত মালামাল সহ টহল দল রাতেই , হাজারিবাগ থানার ওসি সাইফুল ইসলাম এর নিকট হস্তান্তর করে।
উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র ও মালামাল হচ্ছে, একটি ল্যাপটপ, ২৩টি মোবাইল, একটি হার্ডডিক্স, দশটি এটিএম কার্ড, বারোটি ঘড়ি, আটটি দেশীয় চাকু বা দেশিয় অস্ত্র, দুটি হাতুরি, ছয়টি হেডফোন, একটি টেপ রেকর্ডার, দুটি সিসি ক্যামেরা, একটি সিটি গোল্ড চেইন। দুটি সিটি গোল্ড বালা,চারটি পেন ড্রাইভ, তিন পিস ইয়াবা, বারো পুরিয়া হিরোইন, একটি শিশা খাওয়ার হুক্কা, একটি কালো মুখোশ, একটি শিশা ফ্লেবার, তিনটি মেমোরি কার্ড ও নগদ সাত হাজার একশত টাকা। আটককৃতরা হলেন, মোঃ সাগর, ওরফে বুলেট(২০) তার পিতার নাম মৃত:সাহাজাদা, ভাগলপুর, হাজারিবাগ, মোঃ জীবন (২০) তার পিতার নাম রাজা হক, মোঃ বাপ্পি(২৩) হত্যা মামলার আসামি।তার পিতার মোঃ রুহুল আমিন ওরফে নোনা চোরা।মোঃ সানি (২০) তার পিতার নাম , মাসুদ হোসেন, মোঃ মারুফ (২৪) তার পিতার নাম মোঃ ইসমাইল হোসেন, মোঃ আকাশ (২২)তার পিতার নাম মোঃ বাবুল, মোঃ ইমন হোসেন(২৩)তার পিতার নাম মোঃ চান মিয়া। এদের সকলের বাড়িই হাজারীবাগ থানার ভাগলপুর লেনে বলে জানা যায়।