হাজী হাবিবুল্লাহ দরবেশ স্মৃতি পাঠাগার কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি- ২০২৪ ও চারা বিতরন অনুষ্ঠান

মঙ্গলবার, জুন ২৫, ২০২৪

 

নোয়াখালী থেকে আব্দুল বাসেদঃ হাজী হাবিবুল্লাহ দরবেশ স্মৃতি পাঠাগার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি- ২০২৪ ও বিনামূল্যে গ্রামবাসীর মাঝে বিভিন্ন গাছের চারা বিতরন করা হয়েছে।

বিকেলে পাঠাগার প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও কাঠ গাছের চারা বিতরন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সমাজ সেবক মো: আলী জুয়েল তার বক্তব্যে করোনা মহামারী কালীন দেশের অক্সিজেন হাহাকারের উদাহরণ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মত কাজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ অতিথি আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম ফারভেজ মোল্লা বলেন, তরুন পাঠকগন বই পড়ার মাধ্যমে মাদক ছেড়ে বৃক্ষ রোপনের মত পরিবেশ সহায়ক ও সমাজিক কার্যক্রমে অংশগ্রহন করছেন। তিনি তার বক্তব্যে এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য এলাকাবাসীকে হাজী হাবিবুল্লাহ দরবেশ স্মৃতি পাঠাগার এর পাশে দাড়ানোর আহবান জানান। অনুষ্ঠানের শুরু থেকে বিডি ক্লিন নোয়াখালী সদর উপজেলা শাখার সদস্যগণ সক্রিয় অংশগ্রহণ করেন।এছাড়া স্হানীয় ইউপি সদস্য শাকিল মেম্বার এমন উদ্যোগের প্রসংশা করে সব সময় পাঠাগারটির পাশে থাকার কথা জানান। পাঠাগার সভাপতি অ্যাডভোকেট মওদুদ আহমদ।