নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, যে অবস্থায় ছিল তা অপরিবর্তিত। সকালে ফের সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে দেখেছি, তার ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত। গুলিতে তার ব্রেনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রেনের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে।
রবিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ওসমান হাদির শারীরিক অবস্থা জানাতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল বিভাগের চিকিৎসক, অপারেশন টিমের সদস্য এবং এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব চিকিৎসক আব্দুল আহাদ এসব কথা বলেন।
তিনি বলেন, যিনি গুলি চালিয়েছেন তিনি স্পষ্টতই প্রশিক্ষণপ্রাপ্ত। একজন সার্জন হিসেবে আমি বলতে চাই, গুলিটি অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে। ডান পাশ দিয়ে গুলি প্রবেশ করে এমনভাবে ভেদ করেছে, যেখানে মস্তিষ্ক এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়ক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, এরপর তা বিপরীত দিক দিয়ে বের হয়েছে। খুব অভিজ্ঞ না হলে এভাবে গুলি করা সম্ভব নয়।
হামলাকারীকে গ্রেপ্তার ও দৃশ্যমান বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে। তা না হলে জুলাইয়ের পক্ষে থাকা সব শক্তিই মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।