হারানো বিজ্ঞপ্তি

রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

 

 

    ।। হারানো বিজ্ঞপ্তি ।।

৬ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ৮টা নাগাদ সাভার, বাগুল পুড় বালু ঘাট এলাকা থেকে তানিয়া নামে ১৪ বছরের একটি মেয়ে হারিয়ে গেছে। মেয়েটি এলাকায় নতুন, তাই সঠিকভাবে তার নাম বা ঠিকানা বলতে পারছে না। তানিয়ার পিতার নাম: চান মিয়া।

 

এব্যাপারে ধামরাই থানা সাধারণ ডায়রি করা হয়। জিডি নং ৪৪৩ তারিখ ৮/১/২০২৫।

 

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তানিয়াকে পেয়ে থাকেন, তবে দয়া করে নিচের মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করুন:

📞 ০১৭১৫৮৯১৪৬৮

📞 ০১৭১৭৯৯৮৩২৩

 

আপনার সহযোগিতা এক অসহায় পরিবারের জন্য আশীর্বাদ হতে পারে।