
জাতির সংবাদ ডটকম।।
চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে ছিলেন। দেশে ফেরার পর তিনি গুলশানে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেন এবং রাত ১১টা পর্যন্ত বৈঠকে উপস্থিত থাকেন।
বৈঠক শেষে বাসায় ফেরার পর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন নিজে তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
ড. জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, “আলহামদুলিল্লাহ, এখন মহাসচিবের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”
এর আগে চোখের ফলোআপ চিকিৎসার জন্য গত সপ্তাহে থাইল্যান্ডে গিয়েছিলেন মির্জা ফখরুল। চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি।