
মো: মোহন আলী।।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে মারধরের মামলায় ম্যাক্স অভি ওরফে কামরুল ইসলাম রিয়াজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি হিরো আলমের স্ত্রীর প্রেমিক বলেও অভিযোগ উঠেছে।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে আদালতে হাজির করলে পুলিশ রিমান্ড আবেদন না করে কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও কর্মকর্তা জাকির হোসেন।
ম্যাক্স অভির পক্ষে আইনজীবী শান্তা সাকসিনা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের বিষয়ে আদেশ অপেক্ষমাণ রাখেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল মনসুর রিপন।
এর আগে, ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত হিরো আলমকে ঘিরে ফেলে এবং কাশবনে নিয়ে গিয়ে মারধর করে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়। তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়।
মামলার একাধিক আসামির মধ্যে চতুর্থ আসামি ম্যাক্স অভিকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। তিনি নিজেও কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত।
হিরো আলম অভিযোগ করেছেন, “আমার স্ত্রী মিথিলা, তার কথিত স্বামী এবং ম্যাক্স অভি মিলে আমাকে হত্যার পরিকল্পনা করে। ম্যাক্স নিজেই এক ভিডিওতে বলেছে, আমাকে সরাতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে।”
এর আগে গত জুনে হাতিরঝিলের এক বাসায় রিয়া মনি ও ম্যাক্স অভিকে একসঙ্গে অবস্থান করতে দেখে হিরো আলম স্থানীয়দের নিয়ে সেখানে গেলে একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে ২১ জুন তিনি হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হলেও ম্যাক্স অভি ও রিয়া মনি পরে এক হাজার টাকার মুচলেকায় জামিন পান।
পুলিশ জানিয়েছে, হিরো আলমের ওপর হামলার ঘটনার তদন্ত চলছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।