১২ মে শুভমুক্তি পাচ্ছেন পাঠান

সোমবার, মে ৮, ২০২৩

আসলাম ইকবালঃ বাংলাদেশের সিনেমা হলে অবশেষে মুক্তি পাচ্ছে বলিউডের হিন্দী সিনেমা পাঠান। ১২ মে দেশের প্রায় ৩০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তির পরিকল্পনা চুড়ান্ত। গত ৪ মে বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্র পেয়েছে পাঠান। এটি বলিউড বাদশা শাহরুখ খানের ভক্তদের জন্য আনন্দের সংবাদ।

ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।

 

বাংলাদেশে ছবিটির আমদানীকারক প্রতিষ্ঠান হচ্ছে ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন মিডিয়াকে জানান সার্ভারের মাধ্যমে ৩০টি সিঙ্গেল স্কিন ও মাল্টি সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। বলিউডের বিপুল জনপ্রিয় ও ব্যবসা সফল ছবি পাঠান বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হলেও বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হয়নি নানা ঝামেলার কারনে। এরই মধ্যে বিশ্বব্যাপী ওটিটি প্লাটফর্ম ‘অ্যামাজন প্রাইমে’ মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠান। সাপটা চুক্তির আওতায় শর্ত সাপেক্ষে আগামী দুই বছরের জন্য বিদেশী ছবির আমদানীর অনুমোদন দেন সরকার। এর প্রেক্ষিতে পাঠান মুক্তি হচ্ছে। পর্যায়ক্রমে আরো ছবি দেশে মুক্তি পাবে এবং বাংলাদেশের ছবি ভারতে মুক্তি পাবে। বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস প্রযোজিত পাঠান ছবিতে পাঠানের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সহ অভিনেত্রী দ্বীপিকা পাড়কোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে আরেক জনপ্রিয় নায়ক সালমান খান। পাঠান মুক্তির পর থেকেই দেশে নানা আলোচনায় ছিল পাঠান। পাঠান ও দেশের সিনেমা ব্যবসার সাফল্য কামনা রইল।