‎১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫

শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

‎জাতির সংবাদ ডটকম।।

‎গণিতের প্রতি আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টি, গণিত ভীতি দূর করা সর্বোপরি গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে, গণিত সমিতি ২০০৯ সাল থেকে দেশ ব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছে, যেখানে অংশগ্রহণকারীগণ পাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারঙ্গমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে বলে ইতিমধ্যে জাতীয়ভাবে ব্যাপক সাড়া পড়েছে। এই বাস্তবতায় দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুস্ত মেধা-বিকাশের সুযোগ করে দেয়ার লক্ষ্যে, বাংলাদেশ গণিত সমিতি দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক অলিম্পিয়াডের আয়োজন করছে। এ. এফ, মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থানুকুলো, এ বছর ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫ চূড়ান্ত পর্ব, অদ্য ১৬/০১/২০২৬ইং তারিখে বুয়েটের গণিত বিভাগে আয়োজন করা হয়েছে।

‎শুক্রবার সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়ানোর মাধ্যমে চূড়ান্ত পর্বের শুভউদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আব্দুল জলিল, তীন, পুরকৌশল বিভাগ, বুয়েট, স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ মনিরুল আলম সরকার ও সদস্য-সচিব, ড. কে এম, আরিফুল কবীর। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন।

‎ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকাল ২:৩০ টায় পুরকৌশল ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।

‎উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান, উপাচার্য, বুয়েট এবং বিশেষ অতিথি অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, উপ-উপাচার্য, বুয়েট। অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী, ডীন বিজ্ঞান অনুষদ, বুয়েট, ঢাকা। বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম এবং মি. এম. নুরুল আলম, ট্রাস্টি, এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। উপস্থাপনায় ছিলেন অধ্যাপক ড. ইশরাত জাহান এবং ফলাফল ঘোষণা করেন অধ্যাপক ড. নাজমা পারভীন।