১৯৭৫সালে ১৫ আগস্ট জিয়াউর রহমান মোস্তাক ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে

সোমবার, মার্চ ২০, ২০২৩

 

 

আবুল কাশেম জামালপুরঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ মাদারগঞ্জ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম এমপি বলেন, ১৯৭৫সালে ১৫ আগস্ট জিয়াউর রহমান মোস্তাক ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে।তারা দীর্ঘ ৬ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান। সোমবার (২০ মার্চ) বিকালে জামালপুর সদর উপজেলা

আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান ।অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আব্দুল হামিদ, জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণসম্পাদক , উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও ৬নং নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফর রহমান বক্তব্য রাখেন। জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হাফিজুর রহমান স্বপনে সঞ্চালনায় অনুষ্ঠানটি বিশাল এক জনসভায় রূপান্তরিত হয়।জনসভা কে সার্থক করতে, জামালপুর সদর উপজেলা ১৫ টি ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে জনসভা কে জনসমুদ্রে রূপান্তরিত করেন। অনুষ্ঠানে বক্তারা জামালপুর সদর উপজেলা ৬ নং নরুন্দি ইউনিয়নের অন্তর্গত নরুন্দি তদন্ত কেন্দ্রকে থানার রূপান্তরিত করার দাবী জানান। প্রথম অধিবেশন শেষে তৃতীয় অধিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের সুনামধন্য কন্ঠ শিল্পী, মমতাজ এমপি