হাওলাদার মোঃ শাহীন বামনা উপজেলা প্রতিনিধি ।।
বরগুনা বামনা উপজেলা নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন” – এর উদ্যোগ ৩নং রামনা ইউনিয়নের অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।
আলহাজ্ব নুরুল ইসলাম মণির ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ করে বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা , যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর , হাওলাদার মোঃ শাহীন আহবায়ক ৩নং রামনা বিএনপি মোঃ ইদ্রিস শিকদার সদস্য সচিব রামনা ইউনিয়ন বিএনপির,নেছার উদ্দিন শরীফ সম্মানিত সদস্য প্রোফেসর রিয়াদুল কাদের,কাদের ,যুগ্ন আহবায়ক মোঃ ছালাম শিকদার, মোঃ বাকিবিল্লা ফরাজি (ভারপ্রাপ্ত চেয়ারম্যান),আরিফুর রহমান শিমুল যুব নেতা,মোঃ হায়দার আলী,নাসির জোমাদ্দার আহবায়ক বামনা উপজেলা ছাত্রদল,মহিলা দলের সভা নেত্রী কাজল রেখা, তানিয়া সুলতানা আরও অনেক গণ্যমান্ন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।