
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।
৩৬ জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী পালন উপলক্ষে গণমিছিল করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত।
মঙ্গলবার সকালে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে গণমিছিলে অংশ নেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি ফয়েজুর রহমান, সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, হাফেজ আবদুল্লাহ আল নোমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিন।
জামায়াতের উপজেলা কার্যালয় থেকে শুরু হওয়া গণমিছিলে বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সেক্রেটারিসহ নেতাকর্মীরা নানা ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।