
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীর গোদাগাড়ীতে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) শাকিব হাসান ও নাঈম হোসেন। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ। এ সময় নিরাপত্তা নিশ্চিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো
১|মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্স, শ্রীমন্তপুর, প্রোপাইটর আবুল কাশেম : জরিমানা ৫ হাজার টাকা
২|মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশন, রামনগর, প্রোপাইটর আতাউর রহমান : জরিমানা ১০ হাজার টাকা
৩|মেসার্স এস.আর ফিলিং স্টেশন, জৈটাবটতলা, প্রোপাইটর রবিউল ইসলাম : জরিমানা ১০ হাজার টাকা
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলছে। কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না। সঠিক ও ন্যায্য ওজন নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব।”
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, বিএসটিআই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং করবে যাতে কোনো অসাধু ব্যবসায়ী প্রতারণা করতে না পারে।