
জাতির সংবাদ ডটকম।।
রবিবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে ১৬৯০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সুপারিশ করেন বাংলাদেশ সরকারী কর্মকমিশন (পিএসসি) এতে পররাষ্ট্র ক্যাডারে ১ম স্থান অধিকার করেন শামীম শাহরিয়ার।
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা¯’ নলপুকুরিয়া গ্রামের মোঃ হাতেম আলীর কৃতি সন্তান, অত্যন্ত মেধাবী, ডাঃ মোঃ শামীম শাহরিয়ার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন এবং পঞ্চম শ্রেণীতে কৃতিত্বের সাথে পাশ করে ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। উক্ত বিদ্যালয় হতে ২০১৩ সালে এসএসসি পরীক্ষা দিয়ে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন এ+ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে উত্তরবঙ্গের প্রাচীনতম এবং বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী সরকারী কলেজে ভর্তি হন এবং ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন এ+ পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেন। এরপর সরকারী মেডিকেল কলেজে ভর্তির জন্য পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৯তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস-এ ভর্তি হন (তিনি ঢামেকের-৭৩ ব্যাচের ছাত্র ছিলেন)। ঢাকা মেডিকেল কলেজ হতে কৃতিত্বের সাথে পাশ করেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ইতোমধ্যে তিনি এমআরসিপি পার্ট-১ সম্পূর্ণ করেছেন।
ডাঃ শামীম শাহরিয়ার ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ১৫তম হয়েছিলেন। তবে তখন তিনি উক্ত চাকরিতে যোগদান করেনি। তার স্বপ্ন ছিলো পররাষ্ট্র ক্যাডার হওয়া তারই ফলশ্রুতিতে ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। তার এই কৃতিত্বের জন্য পিতা, মাতা, আত্বীয়-স্বজন, প্রতিবেশি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়াও তিনি আগামীতে দেশের সার্বিক কল্যাণের এবং দেশের মানুষের জন্য কল্যাণমূলক কাজ করতে পারেন এই প্রত্যাশা করেন।