জাতির সংবাদ ডটকম।।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে যুগপৎভাবে আগামী ৫ নভেম্বর রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক রেলপথ রাজপথ ও নৌপথ অবরোধ কর্মসূচী সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
আজ (শনিবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মো: মনির হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে লেবার পার্টির নেতৃদ্বয় বলেন, আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন ও লুটপাট থেকে দেশবাসীকে মুক্তির জন্য দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচী দেয়া হয়েছে। জনগনের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম গড়ে উঠেছে। তাই লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতা-কর্মীদের জনগনকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচী সফল করতে রাজপথে সক্রিয় ভাবে অংশ নিতে হবে।