৬ দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সংবাদ সম্মেলন

শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।

 

আজ শনিবার বিকালে হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে মোঃ রেজাউল হক এর সঞ্চালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৭৮ সালে ৯ অডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমূহ কে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে তাল মিলিয়ে NCTB কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসতেছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিং এর ব্যবস্থা ছিল। যা অজানা কারণে ২০২২ সাল থেকে বন্ধ। ১৯৯৪ইং সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের একই পরিপত্রে ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয় কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পূর্বেও ন্যায় বেতন বঞ্চিত রয়েছে। যারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।

 

এ সময় সংগঠনের মহাসচিব বলেন,  শিক্ষা উপদেষ্টা গত ২২ জানুয়ারী রোজ বুধবার দুপুরে এডুকেশান রিপোর্টার্স এসোসিয়েশন (ইরাব) এর সংগে এক মতবিনিময় সভায় বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সমস্যা জেনুইন। কিন্তু এই মুহর্তে অনশন করা আমাদের বিব্রত করা ছাড়া আর কিছুই হবে না বরং, এটি না করে কি করা যায় সেই চিন্তা করতে দেন।  শিক্ষা উপদেষ্টার কথার পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ বলতে চাই, আমরা সরকারকে বিব্রত করার জন্য কোনো কর্মসূচি দিতে চাই না। কিন্তু ন্যুখের সাথে বলতে হচ্ছে যে, আমরা পর পর কয়েকবার আবেদন করেও শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাক্ষাত পাই নাই। আমরা চাই আপনি আগামী, ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক নেতৃবৃন্দদের নিয়ে শিক্ষা মন্ত্রনালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে একটি কমিটি গঠন করে এ যৌক্তিক দাবীর বিষয়ে পদক্ষেপ গ্রহন করুন। আমরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সরকার কে সর্বোচ্চ সহযোগিতা করব। এ সময় সংগঠনের পক্ষ থেকে ০৬ দফা দাবি উপস্থাপন করা হয়।

 

দাবীসমূহ:

মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেডির প্রাপ্ত সকল মাদরাসা অনতিবিলম্বে জাতীয়করন করার দাবি জানাচ্ছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি সংক্রান্ত নীতিমালা ২০২৫ জরুরী বাস্তবায়ন করার

দাবি জানাচ্ছে। ২০২৩ইং সনে শিক্ষা মন্ত্রণালয় তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিম দিয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য যে গবেষণা ও সুপারিশ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছে। ছাত্র-ছাত্রীদেও অনতিবিলম্বে উপবৃত্তি চালু করার দাবি জানাচ্ছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অবকাঠামো সরকারিভাবে সংস্কার/ মেরামত/নির্মাণ জরুরী ভিত্তিতে করার দাবি জানাচ্ছে।  প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক ইবতেদায়ি জ্বর চালু করতে হবে।

 

এমতাবস্থায় আগামী ২৮-০২-২০২৫ইং এর মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলোচ্য সমস্যা সমূহ সমাধানের জন্য ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি। উক্ত সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবো।

 

 

উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এ কে এম মাহবুবুর রহমান, সভাপতি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধক্ষ্য মোঃ আবদুর রহমান, মহাসচিব ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, প্রফেসর ডঃ হানিফ খাঁন, ডীন, ইউনিভার্সিটি অব কুমিল্লা,। এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ মোছলেহ উদ্দীন সহ-সভাপতি ইবতেদায়ি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক, ইবতেদায়ি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ।