মোস্তাফিজুর রহমান ।।
রাজধানী রামপুরা দোকান কর্মচারী সিফাত উল্লাহর বিরুদ্ধে চুরির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে রামপুরা ওয়াপদা রোড ২৫৮ রুহুল আমিন মার্কেটের নীচতলায় দুই নম্বর দোকানে এ চুরির ঘটনাটি ঘটেছে। প্রতিদিনের মত দোকান খুলে ক্যাশে থাকা মার্কেটের দোকান মালিক সমিতির জমাটাকাসহ দেড়লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। দোকান মালিক রিপন মৃধা ওই চুরির অভিযোগে হাতিরঝিল থানায় একখানা অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিফাত উল্লাহ দোকান মালিক রিপনের দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে দুইমাস আগে থেকে চাকরি করতেন। তিনি নিয়মিত সকালে দোকান খুলে একা কাজ করতেন। মালিক রিপন মৃধা ঘন্টাখানেক পরে দোকানে আসতেন। দুইমাস যাবত একই নিয়মে দোকান চালাতেন। এ সুযোগ কাজে লাগিয়ে ঘটনার দিন দেড়লাখ টাকা দোকানের ক্যাশ ভেঙ্গে নিযে পালিয়ে যায়। দোকান মালিক এসে ক্যাশে টাকা না দেখে ফোন দেন এবং ফোন বন্ধ পান। পরে তার ভাড়া বাসায় খোঁজ নিতে গেলে বাড়ির মালিক বলেন , সে বাসা ছেড়ে চলে গেছেন। তারপর সিফাতের বাবা এবং নিকটাত্মীয়স্বজনের কাছে জানতে চাইলে বিষয়টি সবাই এড়িয়ে যান। সিফাত উল্লাহ যশোর জেলার কেশবপুর থানার ত্রিমোহনী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। সে পূর্বরামপুরার ৬৯ নং বাড়ির নীচতলায় ম্যাস বাসায় ভাড়া থকাতেন। অভিযোগর সত্যতা যাচাইয়ে পুলিশ তদন্ত করছেন।
অভিযোগরে সত্যতা জানতে হাতিরঝিল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চুরির অভিযোগে একখানা অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত অব্যহত আছে । আমরা তদন্তশেষে আইনানুগ ব্যবস্থা নেব।