গাড়ীর শোরুম সহ বেজমেন্ট দখল করে ভবন মালিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণ নাশের হুমকির তীব্র প্রতিবাদে সংবাদ সম্মেলন

শনিবার, অক্টোবর ৪, ২০২৫

‎জাতির সংবাদ ডটকম।।

‎টাঙ্গাইলের শাহীন কোচিং সেন্টারের মালিক মোঃ মাছুদুল আমীন (শাহীন) গং কর্তৃক জাল জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর ও চুক্তিপত্র সৃজন করে জোরপূর্বক অবৈধভাবে ৯৬/৩-ক, প্রগতী স্মরণী, কুড়িল, ভাটারা থানার হোল্ডিংয়ের গাড়ীর শো-রুম (নীচ তলা) সহ Basement দখল করে ভবন মালিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণ নাশের হুমকির তীব্র প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

শনিবার সকালে এ.এস.এম নোমান আলম কর্তৃক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


‎ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  তিনি বলেন, আমি এ.এস.এম নোমান আলম বর্তমান ঠিকানা- ৯৬/৩-ক, কুড়িল প্রগতী স্মরণী, ভাটারা, ঢাকা এই মর্মে আপনাদেরকে অবগত করিতে চাই যে, আমার মরহুম শ্বশুরের রেখে যাওয়া ঢাকার ভাটারস্থ থানার ৯৬/৩-ক কুড়িল, প্রগতি স্মরণীতে অবস্থিত একটি ৪র্থ তলার বাণিজ্যিক ভবনের ওয়ারিশ সূত্রে মালিক আমার স্ত্রী কামরুন নাহার, ডিপুটি ডিরেক্টর জেনারেল, আনসার ও ভিডিপি, ময়মনসিংহ রেঞ্জে বর্তমানে কর্মরত আছেন।

‎বিগত ০১/০১/২০২১ ইং তারিখে উক্ত ভবনের ২৫০০ বর্গফুট আয়তনের নীচ তলাটি গাড়ীর শো-রুম হিসাবে ব্যবহারের নিমিত্তে Royal Selection এর স্বত্ত্বাধিকারী জনাব রশিদ আহমেদ জুয়েলের সহিত আমার স্ত্রী কামরুন নাহার ৫ (পাঁচ) বছর মেয়াদী একটি ভাড়া চুক্তিপত্র সম্পাদন করে যাহার মেয়াদ ৩১/১২/২০২৫ইং তারিখে শেষ হবে। উক্ত চুক্তিপত্রের আলোকে রশিদ আহমেদ জুয়েল উক্ত শো-রুমে গাড়ীর ব্যবসা পরিচালনা করা কালীন সময়ে আমাদের অজান্তে মোঃ মাছুদুল আমীন (শাহীন), জুয়েলের সাথে ব্যবসা শুরু করে। পরবর্তীতে মোঃ মাছুদুল আমীন (শাহীন) আমার স্ত্রী কামরুন নাহারের স্বাক্ষর জাল করে একটি ভূয়া ভাড়াটিয়া চুক্তিপত্র সৃজন করে (যা হস্তরেখা বিশারদ ও PBI তদন্তে প্রমানিত) এবং বিগত ২১/০৪/২৩ ইং তারিখে আমার স্ত্রীর সহিত চুক্তিবদ্ধ ভাড়াটিয়া জনাব রশিদ আহমেদ জুয়েলকে জোরপূর্বক উক্ত শো-রুম থেকে বের করে দিয়ে এবাং একই দিনে রাত ১:৪৫ ঘটিকার সময় উক্ত ভবনের Basement এর তালা কেটে ২টি ফ্লোর দখল করে (স্থিরচিত্র ও ভিডিও সংযুক্ত)। বিগত ০২/০৫/২৩ ইং তারিখে আমার স্ত্রীকে বিবাদী করে বিজ্ঞ ২য় সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা নং- ২৮৩/২৩ দায়ের করিলে বিজ্ঞ আদালত শুনানী অন্তে বিগত ০৮/০৪/২০২৪ ইং তারিখে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলাটি খারিজ করে দেন (কপি সংযুক্ত)।

‎অতঃপর মোঃ মাছুদুল আমীন (শাহীন) বিগত ২৯/০৫/২৩ ইং তারিখে একই আদালতে বাড়ী ভাড়া মোকদ্দমা নং-১৭/২৩ দায়ের করিলে বিজ্ঞ আদালত বিগত ২৬/০৮/২৫ ইং তারিখে উক্ত মামলাটি দোতরফা সূত্রে না মঞ্জুর করেন (কপি সংযুক্ত)।

‎বিগত ৩১/০৫/২০২৩ ইং তারিখে মোঃ মাছুদুল আমীন (শাহীন) কর্তৃক জাল-জালিয়াতির মাধ্যমে সৃজিত ভূয়া চুক্তিপত্রের বিরুদ্ধে আমার স্ত্রী কামরুন নাহার বাদী হয়ে বিজ্ঞ সি.এম.এম আদালতে দন্ডবিধির ৪০৬/৪১৭/৪১৯/৪২০/৪৬৭/৪৩৮/৪৭১/১০৯/৩৪ ধারায় সি. আর মামলা নং- ২৮৭/২৩ দায়ের করিলে বিজ্ঞ আদালতের আদেশে PBI তদন্ত শেষে মোঃ মাছুদুল আমীন (শাহীন) সহ আরও তিনজনের বিরুদ্ধে জাল-জালিয়াতির প্রমান সহ বিগত ১৪/১২/২৩ ইং তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং বর্তমানে মামলাটি বিচারাধীন (কপি সংযুক্ত)।



‎বিগত ০১/০১/২০২১ ইং তারিখে উক্ত ভবনের ২৫০০ বর্গফুট আয়তনের নীচ তলাটি গাড়ীর শো-রুম হিসাবে ব্যবহারের নিমিত্তে Royal Selection এর স্বত্ত্বাধিকারী জনাব রশিদ আহমেদ জুয়েলের সহিত আমার স্ত্রী কামরুন নাহার ৫ (পাঁচ) বছর মেয়াদী একটি ভাড়া চুক্তিপত্র সম্পাদন করে যাহার মেয়াদ ৩১/১২/২০২৫ইং তারিখে শেষ হবে।

‎বিগত ০১/০৬/২৩ ইং তারিখে উক্ত মোঃ মাছুদুল আমীন (শাহীন) বাদী হয়ে দন্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক)/৫০৬ ধারায় বিজ্ঞ সি.এম.এম আদালতে আমার স্ত্রীর বিরুদ্ধে সি.আর মামলা নং- ২৭৬/২৩ দায়ের করিলে বিজ্ঞ আদালতের নির্দেশে বিগত ২১/০৫/২০২৪ ইং তারিখে CID ঢাকা এবং বিগত ২৩/১২/২০২৪ ইং তারিখে D.B ঢাকা কামরুন নাহারের বিরুদ্ধে উক্ত অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে কোন সাক্ষ্য ও তথ্য প্রমান পাওয়া যায়নি মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন (কপি সংযুক্ত)।

‎এরই ধারাবাহিকতায় আমার স্ত্রী কামরুন নাহার এবং আমাকে শারীরিক এবং মানসিকভাবে হয়রানী করার উদ্দেশ্যে বিগত ০১/০৯/২৫ ইং তারিখে বিজ্ঞ সি.এম.এম আদালতে দণ্ডবিধির ৪২৭/৩২৩/৩২৫/৩৪১/৩৭৯/৩৮০/৩৮৩/৩৮৬/৩৮৭/১৯ ধারায় একটি আরজি দাখিল করিলে বিজ্ঞ আদালত উক্ত অভিযোগটি FIR করার নির্দেশ প্রদান করেন। বর্তমানে উক্ত মামলাটি পুলিশ প্রতিবেদন দাখিলের অপেক্ষায় আছে। উক্ত ঘটনার পর থেকে মাছুদুল আমীন ও তার লোকজন বিভিন্ন মাধ্যমে আমি এবং আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আমি ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে আসছে।

‎এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে মোঃ মাছুদুল আমীন (শাহিন) সহ তার লোকজন আমাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছেন। বিগত ৩০/০৮/২০২৫ইং তারিখে মোঃ মাছুদুল আমীন (শাহিন) আমার স্ত্রীকে প্রাণনাশের হুমকি প্রদান করিলে আমার স্ত্রী উক্ত বিষয়ে প্রতিকার চেয়ে বিগত ০১/০৯/২০২৫ইং তারিখে ভাটারা থানায় একটি জিডি করেন যাহার নাম্বার-৪৫ (কপি সংযুক্ত)।
‎অপর দিকে মোঃ মাছুদুল আমীন (শাহীন), অবৈধভাবে Basement দখল করে গাড়ী রেখে দেয় এবং পরবর্তীতে আমার স্ত্রী মহামান্য হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন নং- ২২৮৫/ ২০২৪ মামলায় Basement এর গেইট আন-লক এবং জায়গা খালি (vacate) করার প্রার্থনা জানিয়ে হাইকোর্ট বিভাগে দরখাস্ত দাখিল করলে মহামান্য হাইকোর্ট বিভাগ বিগত ১২/০৬/২০২৪ ইং তারিখে আদেশ প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে Basement-এর গেইট আন-লক করার আদেশ প্রদান করিলেও

‎উক্ত মোঃ মাছুদুল আমীনের এরূপ প্রতারণার কর্মকান্ড শুধুমাত্র আমাদের সাথেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে তিনি প্রতারণা করে আসছেন। এরই ধারাবাহিকতায় উত্তরা ০৫ ও ১১ নং সেক্টরে বাড়ী নির্মাণ করে মোঃ আরজ আলী নামে এক ঠিকাদারের ৩৬,৯৬,০৭৬/- (ছত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছিয়াত্তর) টাকা আত্মসাৎ করিলে উক্ত বিষয়ে বিজ্ঞ সি.এম.এম আদালত ঢাকায় সি.আর মামলা ৮৮৩/২০ দায়ের করিলে বিজ্ঞ আদালতের নির্দেশে দন্ডবিধির ৪২০/৫০৬/৩২৩/৩০৯ ধারার অপরাধ প্রাথকিভাবে প্রমানিত হয় মর্মে উত্তরা পশ্চিম থানা পুলিশ মোঃ মাছুদুল আমীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।