বগুড়া-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মহিত তালুকদার

সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল মহিত তালুকদার তার মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

(২৯ ডিসেম্বর) সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু এবং নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।