ঢাবি আইএসআরটি সুবর্ণজয়ন্তী পদক পেলেন মো. দেলোয়ার হোসেন সিপন

মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

জাতির সংবাদ ডটকম।।

স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আইএসআরটি)-এর মাস্টার্সের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন সিপন ‘আইএসআরটি সুবর্ণজয়ন্তী পদক-২০২৫’ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ আজ ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীর হাতে পদক ও সনদ তুলে দেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান স্বাগত বক্তব্য দেন। এসময় ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ পদকপ্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্যও অত্যন্ত গর্বের। শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই সমন্বিতভাবে কাজ করলে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে আমাদের কাঙ্ক্ষিত অবস্থান অর্জন করা সম্ভব। অত্যাধুনিক গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেয়ার জন্য তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।