মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লার লাকসামে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও বক্তব্য রাখবেন, ১১ দলীয় জোট নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের এ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন দলীয় এবং জোটের নেতৃবৃন্দ।
এদিকে, লাকসাম স্টেডিয়ামে সমাবেশের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লা-৯ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন জামায়াত নেতৃবৃন্দ। ব্রিফিংয়ে জানানো হয়, ৩০ জানুয়ারির সমাবেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তাঁর সেই দিকনির্দেশনামূলক বক্তব্য নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সহায়ক ভূমিকা পালন করবে।
জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দীকির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছূম ও মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মু. শাহজাহান এ্যাডভোকেট প্রমুখ নেতৃবৃন্দ।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার প্রধান নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, নির্বাচনী জনসভা বাস্তবায়ন সমন্বয়ক, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাহাবুদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার শাহ আলম।