জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান

সোমবার, মে ২২, ২০২৩

 

 

 

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-

 

জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২৩(২২-২৮ মে) উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতা মূলক সভা ২২ মে

বেলা ৪ টায় সদর ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ভূমি (সদর)(এসিল্যান্ড) মো: বরকত উল্লাহ সঞ্চালনায়

 

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্তঅনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন সদর সার্কেল, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোকলেছুর রহমান,

 

সাবেক জেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু,

উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট

 

অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্সচিরানসহ আরও অনেকে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা ভূমি অফিসের কর্মকর্ত/কর্মচারীবৃন্দ,পৌর ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারি, সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন ভূমি

অফিসের কর্মচারিবৃন্দ, উপ সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ,সহকারী ভূমি

 

কর্মকতাবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বর্তমান সরকারের ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে অহেতুক হয়রানী

থেকে মুক্ত করে ভূমি সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমিকর্মকর্তাদের আরো আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।সেই সাখে

 

নামজারী,খাজনা খারিজ,নকশা সকল কিছু ডিজিটাল সেবায় নিতে ভূমি সেবাপ্রত্যাশীদের সরাসরী ভূমি অফিসে এসে বা অনলাইনে আবেদন করার বিষয়ে আলোকপাত করে।