এম এ হাই,সাঁথিয়া পাবনা প্রতিনিধিঃ সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যাগে ফাউন্ডেশনের সভাপতি, সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, পাবনা জেলা আ’লীগর সাবেক সদস্য, বিআরডিবির সাবেক চেয়ারম্যান গৌরীগ্রম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম মোজাম্মল হক খানের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান শনিবার(২৮ জানুয়ারী) দুপরে ফাউন্ডেনশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশন কার্যালয়ে আলাচনা সভায় ফাউন্ডশনের যুগা সম্পাদক সা:অধ্যক্ষ (অবঃ) আশরাফুল আলম মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখন, ফাউন্ডশনের সভপাতি ও সাঁথিয়া উপজেলা পরিষদর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দোলোয়ার, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম, আমেরিকা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ও পেনসিলভেনিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হাই মিয়া,গৌরীগ্রম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার, সাঁথিয়া সরকারী কলেজর সহকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবু, তসলিম উদ্দিন,অ্যাডভোকেট শাহাদত হোসেন বকুল,মরহুমের সন্তান রিয়াদ সাদিক রাসল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ । উল্লখ্য, গত শুক্রবার(২০ জানুয়ারী) বিকেল ৪ টায় স্ট্রোকজনিত কারনে ঢাকা শ্যামলী ইন্টারন্যাশনাল মেডিকেল কলজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।
সাঁথিয়ায় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় এক লম্পট গ্রেফতার
এম এ হাই,সাঁথিয়া পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযাগে সুজন খাঁ ( ২২) নামের এক যুবককে গতকাল শুক্রবার বিকেলে (২৭ জানুয়ারী) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ। সুজন উপজেলার আত্রাইকা গ্রামের হারেজ খাঁর ছেলে।
পারিবারিক ও থানা পুলিশ সূত্র জানা যায়, গত বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে রঘুরামপুর গ্রামর জৈনক ব্যাক্তির মেয়ে (৬) ও পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়র দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিদ্যালয়ের পাশে পানি নিশকাশন সেচখালে প্রতি বেশির সাথে খেলা করছিল। এ সময় লম্পাট সুজন তাকে বিভিন্ন প্রলোভন ও ফুসলিয়ে বিদ্যালয়ের পূর্ব পাশে বাঁশের সাঁকোর নিচে নিয়ে শারীরিক নির্যাতন ও ধ্বর্ষন চেষ্টা করে। শিশুটি ভয়ে চিৎকার করলে স্বজনরা এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা গতকাল শুক্রবার (২৭ জানুয়ারী) থানায় মামলা করলে ওই দিনই থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় থানার মামলা হয়েছে, যার নম্বর-২৬, তারিখ- ২৭/০১/২৩ইং। আসামীকে নিবার(২৮ জানুয়ারী) পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।