জাতির সংবাদ ডটকম।।
একতরফা ও প্রহসনের নির্বাচনের লক্ষ্যে অবৈধ তফসিল বাতিলের দাবীতে আগামীকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী ঘোষনা করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন মানি না। গনবিরোধী তফসিল জনগন প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। তাই আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগন রাজপথে শান্তিপূর্ণ অহিংস হরতাল কর্মসূচী পালন করছে এবং করবে।
তিনি আজ (বুধবার) দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নির্দলীয় সরকারের একদফা দাবীতে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে অবরোধ-হরতাল কর্মসুচীর সমর্থনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরের ক্ষমতার ময়ূর সিংহাসন ছাড়ার লোভ সামলাতে পারছে না মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান আরো বলেন, প্রহসনমূলক নির্বাচনী তফসিল দেশে অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে। ২০১৪ ও ২০১৮ সালের মতো সরকারের একতরফা নির্বাচনের পায়তারা করছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচন একতরফা করার খায়েশ জনগন প্রতিহত করবে। তিনি জনগণের আকাক্সক্ষার প্রতিফলন হিসাবে দেশের সংঘাতময় পরিস্থিতির অবসানের লক্ষ্যে অবিলম্বে সরকারকে পদত্যাগের ঘোষণা ও অবৈধ তফসিল স্থগিত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বদলীয় সংলাপ করার আহ্বান জানান।
নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, এডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মো: হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, নারীনেত্রী পারভিন আক্তার, কেন্দ্রীয় সদস্য মোঃ রাসেল হোসেন, নগর সদস্য এনামুল হক, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন প্রমুখ।
নয়াপল্টন মসজিদ গলি হতে শুরু হয়ে বিএনপি কার্যালয়, নাইটিংগেল মোড়, বিজয়নগর পানির টেংকি, পল্টন মোড়, তোপখানা রোড, সচিবালয় হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।