নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন না বাংলাদেশ মুসলিম লীগ।
বাংলাদেশ মুসলিম লীগের বর্তমান নির্বাচনে অংশগ্রহন না করার এই দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সদস্য প্রার্থী মুসলিম লীগ কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান ভূঁইয়া দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না এবং তার প্রার্থিতা হতে সরে দাড়ান বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য নির্দলীয় ও তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে এম মাহবুবুর রহমান ভূঁইয়া মুসলিম লীগের সকল দলীয় কার্যকলাপে অংশগ্রহন করেন এবং চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসন থেকে তিনি নির্বাচন করার কথা ছিলো, কিন্তু দল নির্বাচনে যাবে না তাই তিনি তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।