সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮-পাবনা-১ (সাঁথিয়া- বেড়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু (এমপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (৩০ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাসুদ হোসেনের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বেড়া পৌর মেয়র আসিফ শামস রন্জন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন,সাঁথিয়া পৌরমেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিকসহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দরা।
৩০ নভেম্বর পাবনা ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৫ জন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু, জাতীয় পার্টির সরদার শাহজাহান, জাকের পার্টির মকুল হোসেন, এনপিপি”র শামসুল হক এবং অনেক জল্পনাকল্পনার পর অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন গনফোরাম নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।