জাতির সংবাদ ডটকম।।
গত ৩০ নভেম্বর ২০২৩ তারিখে জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিআইডব্লিউটিএ (সিবিএ) কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ মত-বিনিময় সভার বর্ধিত সভা অদ্য ০৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বুধবার মতিঝিলস্থ সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) কার্যালয়ে বিভিন্ন সিবিএ-নন সিবিএ নেতৃবৃন্দের সমন্বয়ে নব-গঠিত “সিবিএ-নন সিবিএ জাতীয় ঐক্য পরিষদ” নামকরণে একটি সংগঠনের আত্বপ্রকাশ হয়।
জাতীয় শ্রমিক লীগের আওতাভূক্ত ও এর বাহিরে পরিচালিত সরকারের সকল পর্যায়ের সংগঠনের সমন্বয়ে গঠিত এ সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি বৃহৎ সংগঠন। জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কে. এম. আযম খসরু-কে আহবায়ক ও জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর কার্যকরী সভাপতি মোঃ আকতার হোসেন কে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব-কে অতি দ্রুত সময়ে ১০১ (একশত এক) সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দায়িত্ব প্রদান করা হয়। উল্লেখ্য, ঘোষিত “সিবিএ-নন সিবিএ জাতীয় ঐক্য পরিষদ” এ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যুগ্ম-আহবায়ক পদমর্যাদা এবং জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যান্য দপ্তর/অধিদপ্তর/ পরিদপ্তর/সংস্থা/বিভাগ এর নেতৃবৃন্দকে সদস্য পদমর্যাদা প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাহাব উদ্দিন মিয়া। সভায় বিভিন্ন সিবিএ-নন সিবিএ’র সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সভাপতি এ সভা আয়োজনের উদ্দেশ্য তুলে বর্তমান রাজনৈতিক অবস্থার উপর আলোকপাত করেন।
সভায় আরোও বক্তব্য রাখেন মোঃ ছরোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক, বিআইডব্লিউটিএ সিবিএ, মোঃ হারুনুর রশীদ, যুগ্ম-সম্পাদক,সোনালী ব্যাংক, মাহবুব আলম, সভাপতি, পানি উন্নয়ন বোর্ড, কামরুজ্জামান কমল, বাংলাদেশ রেলওয়ে, মোঃ আবু জাফর, অগ্রণী ব্যাংক, মোঃ বিল্লাল উদ্দিন মৃধা, সোনালী ব্যাংক, মোহাম্মদ আলী, পিজিসিবি, মুসা আহমেদ, বাংলাদেশ ডাক বিভাগ, মোঃ জাহাঙ্গীর আলম, বিএডিসি, সারোয়ার হোসেন, কৃষি ব্যাংক, মোঃ মুনছুর আলী মোল্লা, বিআইডব্লিউটিএ, মোঃ মনির হোসাইন, পানি উন্নয়ন বোর্ড, মোঃ হারুন-অর-রশীদ, মোঃ আজাহার আলী, যুব উন্নয়ন অধিদপ্তর, মোঃ মাসুম বিল্লাহ, রেলওয়ে, মোঃ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর, কাজী মাহতাবুল হক, পূবালী ব্যাংক, মোঃ জসীম উদ্দিন, বিসিক, কাজী নাসের উদ্দিন, কর্মসংস্থান ব্যাংক, মোহাম্মদ আলী, সাধারণ সম্পদাক, জাতীয় পাওয়ার গ্রিড শ্রমিক-কর্মচারী লীগ, তাপষ কান্তি চন্দ, সভাপতি, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, অহিদ উল্যা, সাংগঠনিক সম্পদাক, ডিপিডিসি, বাবু লাল দাস, সাবেক সহ-সভাপতি, সোনালী ব্যাংক, এমদাদুল হক, সহ-সভাপতি, সোনালী ব্যাংক, শরীফ আবুল খায়ের, সভাপতি, আবহাওয়া অধিদপ্তর, মোঃ শাহজাহান চৌধুরী, সভাপতি, বাপেক্স কর্মচারী শ্রমিক লীগ, আব্দুর রহিম হাওলাদার রানা, সভাপতি, বাংলাদেশ সরকারি গাড়ীচালক সমিতি, মোঃ আলী হোসেন, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক, বিআইডব্লিউটিএ সিবিএ, মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি, হাউজ বিল্ডিং এন্ড ফিনান্স ইন্সটিটিউট, মোঃ ফজলুল হক, কাষ্টমস বিভাগ, মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিজি প্রেস, সোরয়ার হোসেন গোলাপ, সাংগঠনিক সম্পাদক, কৃষি ব্যাংক, মোঃ বায়জিদ, বনশিল্প অধিদপ্তর, শরিফুল ইসলাম, পারমানবিক শক্তি কমিশন, ফেরদৌসি আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পারভেজ হোসেন, কার্যকরী সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর উত্তর, ইকবাল হোসেন পলাশ, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর উত্তর, আনোয়ার হোসেন মনির, সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর উত্তর, মোঃ আকতার হোসেন, কার্যকরী সভাপতি, জাতীয়
শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ, আব্দুর রাজ্জাক মাতবর, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ, মোঃ জাকির হোসেন, সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ, মোঃ মহিউদ্দিন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, মোঃ সহিদ ডাকুয়া, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও মোঃ লুৎফর রহমান শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদকসহ প্রমুখ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘোষিত “সিবিএ-নন সিবিএ জাতীয় ঐক্য পরিষদ” এর নব-নির্বাচিত আহবায়ক ও সদস্য সচিব বর্তমান চলমান পরিস্থিতিতে। সিবিএ-নন সিবিএ নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী কমিটি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালানোর উপরও অভিমত ব্যক্ত করেন।