ফুটবল খেলায় বিজয়ী হলো ইকরারের দল

শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।

 

গত ১২/১২/২০২৩ তারিখে RockLand Indoor মাঠে সকাল ৭’৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত ৬ টা টিমের ফুটবল খেলা হয়েছিল, সেমিফাইনাল খুবি হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনলালে উঠলো ইকরারের দল। খুবি অন্য রকম খেলা উপভোগ করলাম, সুস্থ সুন্দর পরিবেশে। ছোট বড় প্রত্যেকে প্রেকটিস ছাড়া খুবি ভালো খেলেছে। অবশেষে ইকরারদের দল বিজয়ী হয়ে চাম্পিয়ান কাপ অর্জন করে। বাচ্চাদের খেলার সুযোগ করে দেয়ার জন্যে সকল গার্জিয়ান এবং প্রত্যেক স্কুলকেই দায়িত্ব নিতে হবে। এতে ঘর বন্ধি জীবন থেকে বাচ্চারা কিছু টা হলেও শান্তি পাবে।সবাই দোয়া করবেন আমাদের সব বাচ্চাদের জন্য।