জাতির সংবাদ ডটকম ।।
কুমিল্লা-৫ সংসদীয় আসনে ঈগল প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
সোমবার বিকালে ওই আসনের বুড়িচং উপজেলার ভারেল্লা মসজিদে আসর নামাজ আদায় শেষে ভারেল্লা বাজার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি।
পরে কংশনগর বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। তার গণসংযোগে
বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শওকত মাহমুদ বলেন, কুমিল্লা-৫ সংসদীয় আসনে আমি নির্ভেজাল একজন স্বতন্ত্র প্রার্থী। অন্যরা আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। আমার বিশ্বাস সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবেন।