জাতির সংবাদ ডটকম।।
নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীকে ১ লাখ ৮১ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে কমিশন সচিবালয়ের সচিব জাহাংগির আলম আজ রাতে এই ফলাফল ঘোষণা করেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খাজা তানভীর আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।
নোয়াখালী-৫ আসনে ভোটার ৪ লাখ ৪ হাজার ৯৭৭ জন। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ১ হাজার ২৩৪ টি, বৈধ ভোট ১ লাখ ৯৬ হাজার ৭৪০টি। এই আসনে বাতিল হয়েছে ৪ হাজার ৪৯৪ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯ দশমিক ৬৯ শতাংশ।