ব্যবধান

রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪

 

।। মরিয়ম লিপি ।।

 

এক জীবনে কত রঙ

কত ভাঙা গড়ার খেলা,

কখনো কালো মেঘ

কখনো রঙ ধনুর মেলা

কালে কালে যায় বেলা,

কখনো সুখ, কখনো দুঃখ

নিয়তির নিয়মের বাইরে

সময়ের ব্যবধানে রাঙা হয়ে উঠে

সাথীহারা পাখি,

সূরে সূর মিলিয়ে যায়

নাম না জানা অচীন পাখি।

দূর থেকে ইশারা দেয় অতীত

আধো আলো, আধো ছায়ায় দাঁড়িয়ে,

খেলা করে ভেতর বাহিরে

মিথ্যে এক হাত ছানি!

তবু বর্তমান নিয়ে সুখি হতে চায়

প্রহসনের কাছে আর চায়না নত হতে,

হেরে যাওয়া পাখি।

যে সুখের ডাকে, কান পেতে ছিল

আজ সে সুখ ধরা দিয়েছিল

মনের অজান্তে, অসময়ের ঘন্টায়,

জিতে নিয়ে গেল জীবনের সব গ্লানিকে মুছে

জয় করলো ভাঙা হৃদয়ের মানবীকে।