প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪

 

জাতির সংবাদ ডটকম।।

গত ১৮ ও ১৯ জানুয়ারী ২০২৪ইং তারিখে প্রকাশিত প্রাইভেট টেলিভিশন চ্যানেল রাজধানী টিভি ও অনলাইন নিউজ পোর্টাল,বাংলা পোর্টাল, ডেইলী প্রথম সংবাদ,উত্তরের কন্ঠ,যুগের কন্টস্বর সহ কয়েকটি আঞ্চলিক ও জাতীয় দৈনিকে প্রকাশিত”সাপাহারে গমের জমিতে ঘাসমারা বিষ প্রয়োগ করে ক্ষতি সাধনের অভিযোগ ”শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত উক্ত সংবাদটি মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও পরিকল্পিত তাই উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হলো উপজেলার খঞ্জনপুর সরকার পাড়া গ্রামের মৃতঃ আমির উদ্দীন সরকারের ছোট ছেলে আবুল কালাম সরকার একজন মামলাবাজ,ধুরন্দর ও কুচক্রি চরিত্রের লোক। তার আপন সহোদর বড় ভাই দাতাঃ আব্দুর রশিদ সরকার খঞ্জনপুর মৌজায় অবস্থিত পৈতৃক সূত্রে প্রাপ্ত সাড়ে ১৬ শতাংশ জমি গত ০৩/০১/২০০৪ ইং সনে আমার ছোট ভাই গ্রহিতা মোঃ সাখাওয়াত হোসেন পিতাঃ তাজিমুদ্দীন,গ্রামঃ রামরামপুর উপজেলা সাপাহার জেলা নওগাঁর নিকট (বিক্রি)খোষ কবলা দলিল সম্পাদন করে দেন। উক্ত সম্পত্তি ক্রয়ের পর থেকে অদ্য পর্যন্ত আমরা ভোগ দখল করছি। ছোট ভাই প্রবাসে থাকায় তার অবর্তমানে আমরা যথারিতি উক্ত সম্পত্তিতে ফসলাদী চাষাবাদ করে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ আবুল কালাম সরকার ওই সম্পতি জবর দখলে নিতে মরিয়া হয়ে উঠে। পৈত্রিক সুত্রে প্রাপ্ত তার অংশের সম্পত্তি সমুহ ভোগদখল ছাড়াও বড় ভাই আব্দুর রশিদের অংশের সম্পতি দখলে নেওয়ার পাঁয়তারা শুরু করে। সে বিভিন্ন ভাবে সাজানো মিথ্যা মামলা মোকর্দমা দিয়ে আমাদেরকে হয়রানী করতে থাকে। এবিষয়ে মৃতঃ আমিরউদ্দীন সরকারের রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশগনের মধ্যে সঠিক বন্টনের লক্ষে নওগাঁ আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়। উক্ত বাটোয়ারা মামলার রায় তার বিপক্ষে যাবে বলে নিশ্চিত হয়ে সে এখন পরিকল্পিত ভাবে তার নিজের গম ফসলে নিজেই আগাছা নাশক স্প্রে করে ক্ষতি সাধন করে নতুন একটি নাটকীয় ঘটনার সৃষ্টি করেছে। তার এহেন কর্মকান্ডের প্রতিবাদ করায় গ্রামের সহজ সরল নিরপরাধ লোকজনের বিরুদ্ধে মিথ্যা ষঢ়যন্ত্র মুলক মামলা মোকর্দমা দিয়ে হয়রানী করা সহ সমাজে আমাদের কে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।একই সাথে সে মিথ্যা তথ্য দিয়ে ওই বানোয়াট ঘটনার সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করিয়েছে।

আমরা প্রকাশিত উক্ত মিথ্যা ও হয়রানী মুলক বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

প্রতিবাদকারী

১। মোঃশাহজাহান আলী

২। ফায়সাল আহম্মেদ ফিলু

৩। সুলতান হোসেন

গ্রামঃরামরামপুর,উপজেলাঃ সাপাহার, জেলাঃ নওগাঁ