ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফজলুল হক ও সাধারন সম্পাদক আবুল কালাম নির্বাচিত

সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদক সহ ১৫টি পদের মধ্যে ১২টিতে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ। অবশিষ্ট তিনটি বিজয়ী হয়েছন বিএনপি প্যানেলের আইনজীবীরা।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা খোরশেদ আলম ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হক মিল্লাত।

নির্বাচনে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের ৪৬৫ ভোট পেয়ে ফজলুল হক সভাপতি ও ৫০৯ ভোট পেয়ে আবুল কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যন্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি প্রবীর কুমার মজুমদার, মশিউর রহমান ফারুক, সহ সম্পাদক মফিজ উদ্দিন মণ্ডল, তাহমিনা আশরফী পুতুল। ( বিএনপি ) রফিকুল ইসলাম খান রফিক, অডিটর পদে কামরুল হাসান কিরণ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু রাসেল মিয়া, আজিজুল ইসলাম, ইব্রাহিম রেজা, শাহ সুলতান, এএইচ এম বদরুজ্জোহা রিয়াদ, মাহমুদা খানম শাপলা (আ’লীগ) ও শফিউল ইসলাম মৃধা (বিএনপি)।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১০০৭ জন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।