জামালপুর প্রতিনিধিঃ-
“জীবনকে ভালবাসুন-মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে মেন্টর তৈরি প্রশিক্ষণ/কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন জামালপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ.কে.এম শওকত ইসলাম, জামালপুরের পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ক্ষিতিশ চন্দ্র সরকার, জেলা শিক্ষা অফিসার হালিমা খাতুন। সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম। এসময় বিভিন্ন স্কুলের ২৯জন শিক্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন