ছোন্দহ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

 

 

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছোন্দহ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী (সোমবার) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও নন্দনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন- বর্তমান যুগে টিকে থাকতে হলে আমাদের কে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। তাই তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় নিজেকে নিয়োজিত রাখলে দেহমন ভালো থাকবে। পুরুস্কার বিতরণ অনুষ্ঠান স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এর সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক নাছির উদ্দিনের পরিচালনায় এবং মাও:সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,আব্দুল মালেক, রুডোর পরিচালক শামীম রেজা, আব্দুর রহিম, সাবেক শিকক্ষ শাহজাহানুল করিম, শাহিন আলম, ব্যাংকার আব্দর রহিম,আব্দুল খালেক, প্রভাষক আব্দুল আলিম, এস,এম শাখাওয়াত হোসেন, সাবেক শিকক্ষ হাবিবুর রহমান, ল্যাব সহকারী রবিউল ইসলাম,কম্পিউটার প্রর্দশক আমিরুল ইসলাম এছাড়াও, পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন,

নতুন প্রজন্মকে জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই সোনাতলা হাই স্কুলের মত বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করতে হবে।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, উচ্চলম্প দ্বীর্ঘলম্প, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের মধ্যে পাতিল ভাঙ্গা প্রভৃতি।