নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার সকাল ১১ টায় সরকারী কলেজের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউটসের অংশ গ্রহণে কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ১১ টায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে, ইসলামের ইতিহাসের প্রভাষক শিপন আহাম্মদের দক্ষ সঞ্চালনায় ও আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর সরকারী কলেজের অধ্যক্ষ ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আয়েশা আফরোজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সামিউল করিম।
অনুষ্ঠানে অন্যাদের মাঝে বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এ কে এম শফিকুল ইসলাম ও প্রাণী বিদ্যা বিভাগের প্রভাষক মোঃ মবিনুল হাসান। এ সময় কলেজের অপরাপর শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাঝামাঝি সুমিষ্ট কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত সংগীত শিল্পী রোদিতা ও তার সহযোগিবৃন্দ।