কোর্ট বাজারে একটি ফুটওভার ব্রিজ স্থাপনের দাবী

বুধবার, মার্চ ২০, ২০২৪

 

মো:হোসেন সুমন , কক্সবাজার প্রতিনিধি।।
কোর্ট বাজারে ফুট ওভার ব্রিজ কোর্ট বাজারের চৌমুহনীতে জনবহুল মোড়ে ফুটওভার ব্রিজ জরুরী ভিত্তিতে তৈরি করার দাবি ।
প্রতিদিন এই পথ দিয়ে অজস্র যানবাহন চলাচল করে। তাছাড়া বিভিন্ন সামগ্রীর হাট বসে রাস্তার দুই পাস। ফুটপাত দখল করে গড়ে উঠেছে হাট বাজার টমটম সিএনজি গাড়ির স্টেশন। হাটের পরিধি ক্রমশ চারিদিকে বিস্তার করেছে। ফুটপাত ব্যবহারের অনুপযোগী। রাস্তার পাশ দিয়ে চলাচল করা ও কষ্টসাধ্য ।সকাল থেকে রাত বারোটা পর্যন্ত কোট বাজার চৌমুহনী এলাকায় যানজটে কাহিল । পথচারীদের অবস্থাও কহতব্য নয় ‌। প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা লেগে আছে ।যানবাহন গুলো বাঁক নিলে অবস্থা বিপদজনক হয়ে দাঁড়ায়। শুধু যানবাহন পণ্যবাহী গাড়ির ভীড় এমন নয়। সব সময় গায়ের উপর এসে পড়ে বিভিন্ন গাড়ি। হরফ গাড়ি চলাচলের ফলে রাস্তা পারাপার করা সম্ভব হয় না। সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তা পারাপারে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে ,দুর্ঘটনা কমবে । উখিয়ার বাণিজ্যিক স্টেশন নামে খ্যাত কোর্ট বাজারে একটি ফুটওভার ব্রিজটি স্থাপনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন আশা করছি।