জাতির সংবাদ ডটকম।।সরকারের দমন পীড়ন, নির্যাতনের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবীতে এবং বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবী বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে বিভাগীয় সমাবেশ রংপুর মহানগরের শাপলা চত্বরে ৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল তিন টায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির রংপুর জেলা সভাপতি জনাব মোঃ ফয়জুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জনাব রফিকুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ জাতীয় দল, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা খাদেমুল ইসলাম, যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম, চাষী এনামুল হক, যুগ্ন মহাসচিব বাংলাদেশ এলডিপি, জাকিউল আলম জাকি, যুগ্ম সম্পাদক, জাগপা, এডভোকেট মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ কল্যাণ পার্টি।
বক্তারা বর্তমান সরকারের দমন, নিপীড়ন, নির্যাতনের তীব্র সমালোচনা করেন। শিক্ষা ক্ষেত্রে নাস্তিকতাবাদ প্রচার প্রসারে বিরোধীতা করে অবিলম্বে সংশোধনীর আহবান জানান। দেশনেত্রী খালেদা জিয়া সহ সকল রাজবন্দী ও আলেম উলামার মুক্তি দাবী করেন। এছাড়াও সরকার কে দশ দফা দাবী মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নতুন কমিশন করবে। বক্তারা আরো বলেন বর্তমানে যে নির্বাচন কমিশন আছে তারা প্রমাণ করে দিয়েছে আগামীতে কি হবে। আবারো রাতের ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে। বিএনপির ছেড়ে দেয়া ৬ টি আসনের নির্বাচন দেখে জনগণ হতাশ এবং জনগণ এই কমিশনকে লালকার্ড দেখিয়েছে।সেজন্য ভোটকেন্দ্র এখন কুকুরের বিশ্রামের জায়গা হয়েছে।
বাংলাদেশ কল্যাণ পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন
এনায়েতুর রহমান, সভাপতি বাংলাদেশ কল্যাণ পার্টি, নিলফামারী জেলা, রেজাউল করিম রেজা রংপুর জেলা সেক্রেটারি বাংলাদেশ কল্যাণ পার্টি, সাহেদুজ্জামান, জাগপা, পঞ্চগড়, কৈলাশ প্রসাদ গুপ্ত, জেলা সভাপতি, বাংলাদেশ কল্যাণ পার্টি, দিনাজপুর রফিকুল ইসলাম রুপম, রংপুর মহানগর সেক্রেটারি, বাংলাদেশ কল্যাণ পার্টি, রায়হান শরিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ কল্যাণ পার্টি, মোঃ কামাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক, জাগপা, পঞ্চগড়, আব্দুস সালাম নিলফামারী প্রমুখ।