আবুল কাশেম জামালপুরঃ-
জেলার মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮মার্চ (বৃহস্পতিবার)বিকালে মীর্জা আফিয়া আজম মেডিকেল টেকনোলজি ইনটিটিউট মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা,সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল,পৌর মেয়র মীর্জা কবীর।ইত্রাজুল ইসলাম মহিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি মীর্জা আজম এমপি’র বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচন উম্মুক্ত ঘোষনা করেছেন। প্রার্থীদের কোন দলীয় প্রতীক থাকবেনা। তাই আসন্ন নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারবেন। তিনি আরো বলেন, যেহেতু বাংলাদেশ আওয়ামীলীগ সুশৃংঙ্খল একটি ঐক্যেবদ্ধ একটি দল। তাই উপজেলা পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড়ের নেতাকর্মী সমর্থকদের নিয়ে আলোচনা করে ভোটাভোটি করে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। অথচ এখন দেখছি অনেক নেতাই একক প্রার্থীর বিরোদ্ধে অবস্থান নিয়ে দলের মধ্যে বিভক্তি সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছেন। তাই আমি বলছি কোন প্রার্থীর বিরোদ্ধে কোন প্রার্থীর বক্তব্যে দেয়া যাবে না,কারণ তারাও আমাদের দলের লোক। আবেক কেটে গেলে এক সময় তারা দলের লোক দলেই ফিরে আসবে বলে উল্লেখ করেন। পরে বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা তিনি তার বক্তব্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী হিসাবে দুইবারে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ালীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল,ভাইস চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লী নামে একক প্রার্থী হিসাবে ঘোষনা করেন।