জাতির সংবাদ ডটকম।। সচিবালয়ের বাহিরে কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারীদের শীর্ষ সংগঠন “বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন” কর্তৃক আগামী ১১ মে ২০২৪ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলন উপলক্ষে আজ বুধবার বিকেলে সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য দাবী অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট আহবান জানানো হবে।
সংবাদ সম্মেলনের প্রস্তুতি সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূঁঞার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আকতার হোসেন।
প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ,আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি নজির আহমেদ ভূইয়া, জহরুল হক, মোঃ কামরুজ্জামান উজ্জল ও তহুরা খানম, মোঃ আমির হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার শরীফ, মোঃ ইউসুফ মিঞা, মোঃ হাবিবুর রহমান, মোঃ মাসুদ রানা, দপ্তর সম্পাদক মোঃ রাহিদুর রহমান রাহী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ফেরদৌসী আক্তার, মোঃ মাহে আলম-সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি প্রমুখ।