ভালোবাসা

সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩

।।  নূরুজ্জামান ফিরোজ  ।।

 

এই যে নদীর ঢেউ বয়ে যায়
আমিতো সেই ঢেউ না,
ভয়ার্ত চোখ ‘ফেউ’ না-
আপন আপন যতোই বলি
তুমি আমার কেউ না।

এই যে পাহাড় ঝর্ণা ধোয়া
মেঘের সাথে সখ্যতা,
নেইতো আমার দক্ষতা-
তোমার নিঠুর অবহেলা
করছি রোজই লক্ষ্য তা।

ওই যে আকাশ নীল হয়েছে
তোমার সোহাগ আদরে,
একবারও হাত না ধরে-
মিষ্টি কথায় জড়িয়েছিলে
ভালোবাসার চাদরে।

ওই যে সবুজ বন-বনানী
ছবির মতো সাজানো,
সুর লহরী বাজানো-
চাই না মেকি ভালোবাসা
একটুও কি তা জানো?