অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সরকার নাগরিকদের সাথে অমানবিক যুদ্ধে লিপ্ত হয়েছে -মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল 

সোমবার, মে ২০, ২০২৪

জাতির সংবাদ ডটকম 

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির বলেছেন, সরকারের আমদানীকৃত অটোরিকশা সড়কে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে নিরীহ অপেক্ষাকৃত দুর্বল নাগরিকদের সাথে অমানবিক ও নিষ্ঠু যুদ্ধে লিপ্ত হয়েছে।

 

আজ ২০ মে, সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া ও রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দেশের শহর থেকে গ্রাম ও বন্দরে সাধারণ মানুষের সহজ পরিবহন অটোরিকশা হঠাৎ করে চলাচল নিষিদ্ধ করে প্রায় কোটি মানুষের উপার্জনের পথ রুদ্ধ করে তাদেরকে অস্বাভাবিক মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

 

শহিদুল ইসলাম কবির বলেন, অটোরিকশার চালকরা ৩/৪ বছরের টার্গেট এ প্রায় লাখ টাকা স্থানীয় এনজিওদের থেকে ঋণ করে অটোরিক্সা ক্রয় করে পরিবারের জীবন জাপন ও সন্তানদের শিক্ষার ব্যায় নির্বাহের জন্য সৃষ্টি করা উপার্জনের পথ রুদ্ধ করে অটেচালকদের বেঁচে থাকার স্বপ্ন ভেঙে দেয়া হয়েছে।

 

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হলে অটোরিকশা চালকদের দাবী মেনে নেয়া সময়ের দাবীতে পরিনত হয়েছে।