সাপাহারে তাঁতইর বাখরপুর কওমী হাফেজিয়া সালাফিয়্যাহ মাদ্রাসায় হিফয সমাপ্তকারী প্রথম শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত

সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩

 

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার তাঁতইর বাখরপুর কওমী হাফেজিয়া সালাফিয়্যাহ মাদ্রাসায় হিফয সমাপ্তকারী প্রথম ছাত্রকে পাগড়ি প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জবই হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহদল পাড়া বেগম হালিমা শিশু সদন নূরানী হাফেজিয়া ক্কওমী মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন,শিরন্টি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন,আলহাজ্ব মাওলানা নোমান আলী,তাঁতইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা মোঃ এরতাজ আলী,কোষাধ্যক্ষ মোঃ তোজাম্মেল হক,পাগড়ি প্রাপ্ত হাফেজ মোঃ আহমেদুল্লাহ সূফীর পিতা আব্দুল আলিম সহ সকল অবিভাবকগণ। উক্ত মাদ্রাসা থেকে হিফয সমাপ্তকারী প্রথম শিক্ষার্থী হাফেজ মোঃ আহমেদুল্লাহ সূফীর ভবিষ্যৎ সফলতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।