সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিদের হয়রানি ও কালোটাকা ব্যবহারের অভিযোগ

বুধবার, জুন ৫, ২০২৪

জামালপুর প্রতিনিধিঃ-

জামালপুরের সরিষাবাড়ীতে আগামীকাল বুধবার (৫ জুন) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের (আনারস) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের গণসংযোগে বাঁধা, বাড়ি বাড়ি হুমকিসহ আচরণবিধি লঙ্ঘন করে কালোটাকা ও পেশিশক্তির ব্যবহারের অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (৪ জুন) বিকেলে চেয়ারম্যান প্রার্থী তালেব উদ্দিন (দোয়াত-কলম) তাঁর নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, দোয়াত-কলম প্রতীকের পক্ষে শুরু থেকেই সুশৃঙ্খল ও নির্বাচনী আচরণবিধি মেনে ভোট প্রার্থনা করা হয়। তাঁর সুনাম ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম শুরু থেকেই আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। বিভিন্নস্থানে প্রচারণার সময় ও রাতে ভোটারদের বাড়ি বাড়ি আনারস প্রতীকের পক্ষে খাবার ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। দোয়াত-কলম প্রতীকের প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি এবং এজেন্ট হতে ইচ্ছুক লোকদেরকে খুন-জখমসহ ভোটকেন্দ্রে গেলে লাঞ্ছিত ও বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া ভোটকক্ষে ভোটারদের আনারসের এজেন্টদের সামনেই ইভিএম মেশিনে তাদের পছন্দমতো প্রতীকের বোতাম চাপতে বাধ্য করা হবে বলে তারা বেড়াচ্ছে।

 

 

তালেব উদ্দিন আরও জানান, আনারস প্রতীকের প্রার্থী পেশীশক্তি ও কালোটাকার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছেন। এতে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ও জানমালের ক্ষয়ক্ষতির শঙ্কা বিরাজ করছে। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রে অনিয়মসহ কালোটাকা ও পেশীশক্তি প্রতিরোধে প্রশাসন, রিটার্ণিং কর্মকর্তা, স্ব স্ব প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জোরালো ভূমিকা পালনে অনুরোধ জানান।

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, জালাল উদ্দিন, ফরিদ মেম্বার প্রমুখ।