কবিতাগুলো দিন দিন 

সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩

।। নীলাঞ্জনা ।।

 

কবিতাগুলো দিন দিন

কেমন কালসাপ হয়ে উঠেছে

আমারই খেয়ে আমারই পরে

দিনরাত ছোবল মারে নানান অজুহাতে ।

দুধ দিয়ে যেমন কালসাপ পুষে

আমিও তেমনি করে পুষি কবিতা ।

 

যখন তখন আমাকে আহত

করে নানান উছিলায় ।

বিষে বিষে বিষাক্ত হই

নীলে নীলে নীল

ব্যাথায় ব্যাথায় জর্জরিত

কখনো আবেগে রোমাঞ্চিত ।

 

যখন কবিতায় ভেসে উঠতে চাই

তখন সে ডুবিয়ে দেয় অতল যমুনায় !

আমি কি অষ্টসখি নাকি

বেহায়া রাধা ?

যে তার বাঁশী শুনে ভেসে যাব

বাঁধভাঙ্গা অবৈধ জোছনায় !