ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাকের জামিন

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।। রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এ কে এম ইমরুল কায়েশ আদালত তার জামিন মঞ্জুর করেন। এই জামিন আদেশের ফলে খন্দকার আবু আশফাকের মুক্তিতে বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

 

আদালতে খন্দকার আবু আশফাকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

 

গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে পর দিন ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ। ১০ জিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে গ্রেপ্তার নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আবদুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন জামিনে মুক্তি পেয়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখনো জামিন পাননি।