প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংষ্কৃতি উপদেষ্টার সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাত

মঙ্গলবার, জুলাই ২, ২০২৪

নোয়াখালী থেকে আব্দুল বাসেদঃ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. Hb কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। আজ মঙ্গলবার (২ জুলাই ২০২৪) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান নোবিপ্রবি উপাচার্য। মাননীয় উপাচার্য নোবিপ্রবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিষয়ে মাননীয় উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে অবহিত করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উচ্চশিক্ষা কার্যক্রম ও ভৌতকাঠামো উন্নয়নের ক্ষেত্রে মাননীয় উপদেষ্টার সার্বিক সহযোগিতা চান উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। উক্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে নোবিপ্রবি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর উপস্থিত ছিলেন।